আপনার হাতে থাকা গ্রামীনফোন সিম যেভাবে মেয়াদ বাড়িয়ে নিবেন ৫ বছর পর্যন্ত!(How to extend the term of your Grameenphone SIM up to 5 years!)
গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর। গ্রামীণফোন নিয়ে আসলো প্রবাসী ভাই-বোনদের কথা মাথায় রেখে দারুন এক প্যাক।গ্রামীণফোন এখন সকল সম্মানিত প্রিপেইড গ্রাহকদের জন্য নিয়ে এলো অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির প্যাক! এখন থেকে যেকোনো গ্রাহক skitto সিম বাদে তাদের প্রিপেইড সংযোগটি ব্যবহার না করেই ৫ বছর পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন।
অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির প্যাক অফার:
অফার
মূল্য (টাকা)
অ্যাকাউন্টের মেয়াদ
প্যাকের মেয়াদ
কিনুন
3 বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + 600 মিনিট
997
3 বছর
30 দিন
5 বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + 900 মিনিট
1498
5 বছর
30 দিন
অফার |
মূল্য (টাকা) |
অ্যাকাউন্টের মেয়াদ |
প্যাকের মেয়াদ |
কিনুন |
3 বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + 600 মিনিট |
997 |
3 বছর |
30 দিন |
|
5 বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ + 900 মিনিট |
1498 |
5 বছর |
30 দিন |
এই অফারে আওতায় যেসব শর্তগুলো থাকবেঃ
* জিপি এর সকল প্রিপেইড গ্রাহকরা
skitto সিম বাদে এই অফারটি উপভোগ করতে পারবেন৷
*এই অফারটি পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য
প্রযোজ্য নয়।
*এই অফারটি পেতে, প্রিপেইড গ্রাহকদের সঠিক
পরিমাণ রিচার্জ করতে হবে বা সংশ্লিষ্ট USSD কোড ডায়াল করতে হবে।
*997tk এবং 1498tk প্যাকের জন্য, গ্রাহকরা
যথাক্রমে 3 বছর এবং 5 বছরের "অ্যাকাউন্ট মেয়াদ" পাবেন।
*মিনিট ভলিউমের মেযাদ কেনার সময় থেকে
30 দিন হবে।
*অ্যাকাউন্টের মেয়াদ চেক করতে ডায়াল করুন
*121*1*1# এবং মিনিট ব্যালেন্স এর জন্য ডায়াল করুন *121*1*2#
*প্যাক-বৈধতার মেয়াদ শেষে, যদি কোনো গ্রাহকের
কোনো অবশিষ্ট মিনিট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না।তবে যদি কোনও গ্রাহক বৈধতার
সময়ের মধ্যে একই প্যাকটি পুনরায় ক্রয় করেন, তবে মিনিট যোগ করা হবে এবং প্যাক-বৈধতা
এবং মূল অ্যাকাউন্টের বৈধতা সেই অনুযায়ী আপডেট করা হবে।
*অ্যাকাউন্টের মেয়াদ শেষ হবার পর সংযোগটির
আবার রি-সাইকেল প্রক্রিয়া শুরু হবে।
*প্যাক কেনার সময়, 'বিকাশ/কার্ড/রিচার্জের
মাধ্যমে অর্থপ্রদান'-এর জন্য যেকোনও আগের সাবস্ক্রিপশন ফ্রি বা জরুরি ব্যালেন্স ব্যবহার
রিচার্জ করা পরিমাণ থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে, আপনার বেছে নেওয়া প্যাক বা
অফারটি সক্রিয় নাও হতে পারে।
*ক্রয়কৃত প্যাকের সাথে বোনাস পাওয়া মিনিট
‘জিপি-থেকে যেকোনো লোকাল অপারেটরে’ কলের জন্য ব্যবহার করা যাবে।
এই অফারের বিষয়ে ভিডিও আকারে জানতে হলে নিচের ভিডিওটি দেখে আসতে পারেন:
*ভয়েস কলের জন্য 10 সেকেন্ড পালস প্রযোজ্য
হবে।
*এই অফারটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
বলবৎ থাকবে।
*অফার মূল্য SD, VAT এবং SC সহ।
*এই অফারে অটো রিনিউয়াল এর কোন সুযোগ নেই।
*এই অফারটি Skitto সিম ব্যবহারকারীদের জন্য
প্রযোজ্য নয়।
বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটির কোথায় কোন প্রকার ভুল ত্রুটি হলে কমেন্টে জানালে উপকৃত হব। পরবর্তী আপডেট পোস্টে তার সংশোধন করা হবে। এতক্ষণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। পোস্টটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে জানালে উপকৃত হব।